পঞ্চগড়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮ টায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সদর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজ কেন্দ্রে দুই ঘন্টায় ৭ টি বুথে ভোট পড়েছে ৩৬ টি। লাঠুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ঘন্টায় ভোট পড়েছে ৮৯ টা। কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে নগণ্য।
সরজমিনে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার ১০ টি ভোট কেন্দ্র ঘুরে কোথাও কোন ভোটার উপস্থিতির লাইন চোখে পড়েনি। অলস সময় পার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুই ঘন্টায় ভোট পড়ার চিত্র।নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দেয়া তথ্যমতে,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি কলেজ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১৩২ টি, দুই ঘন্টায় ভোট পড়েছে ৩৬ টি,লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৯৪৮ টি ভোট পড়েছে ৮৯ টি, ,শিংপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ৩ হাজার ৯৬১,ভোট পড়েছে ৯১ টি,কাজিপাড়া কেন্দ্রে ১ হাজার ৭৪০ টি ভোট পড়েছে ৬৩ টি,
তুলারডাঙ্গা কেন্দ্রে ভোটার ১ হাজার ৮১৫, ভোট পড়েছে ৯১ টি, রাজনগর কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৯০টি, ৯ টি বুথে দুই ঘন্টায় ভোট পড়েছে ১২৪ টি, দ্বারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫৭,১০ টি বুথে ১০৪ টি ভোট পড়েছে।
নুরুন আলা নুর কামিল মাদ্রাসায় ভোটার সংখ্যা ৩ হাজার ৪০৬, ৯ টি বুথে ভোট পড়েছে ১১৭ টি।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি আশানুরূপ নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়ত ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে।
জেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম জানান,সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ৮ শতাংশ ভোট পড়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.