ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

ঈশ্বরদী প্রতিনিধি: আজ রবিবার (০৬ ডিসেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় দিগন্ত ফেশান ,শিমলা গার্মেন্টস ,দি রাসেল গার্মেন্টস, সহ বেশ কয়েকটি দোকান মালিককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এড়াড়াও রিক্সা ষ্ট্যান্ডের বেশ কয়েকটি দোকান ভেঙ্গে দেয়া হয়েছে। RFL এর শো রুম ,অমি টেলিকম , সিলগালা করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন রিক্সা ষ্ট্যান্ডের সামনে কোন দোকান বা মোটরসাইকেল গ্যারেজ এর নামে চাঁদা উক্তোলন করা যাবেনা। রেলওয়ের রাজস্ব ছাড়া অন্য কারো রাজস্ব অবৈধ। মাঝে মাঝে ৫০ থেকে ১ লাখ টাকা জরিমানা দিবেন। এছাড়া রিক্সা সমিতিও অবৈধ বলে উল্লেখ করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.