ইস্তোনিয়ায় সম্মেলনে যোগ দিতে গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক

 

বিটিসি নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র ইস্তোনিয়ায় একটি সম্মেলনে যোগ দিতে আজ ঢাকা ত্যাগ করেছেন।

আগামী ২৯-৩০ মে ইস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিতব্য ‘তাল্লিন ই-গভার্নেন্স কনফারেন্স ২০১৮’-এ তিনি যোগদান করবেন।

ইস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রিস্তি কালজুলেড এ সম্মেলন উদ্বোধন করবেন। এতে পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ই-গভর্নেন্স বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও সিভিল সোসাইটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। সম্মেলনে ই-গভর্নেন্স অ্যাপ্লিকেশন এর উন্নয়ন ও বাস্তবায়নে সরকারের সহায়তার বিষয়ে কর্মকৌশল নিয়ে নীতি নির্ধারণী আলোচনা হবে।
প্রতিমন্ত্রী পলক আগামী ১ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।( সূত্র: বাসস ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.