ইসলামপুরে বন্যার পানি কমছে দুর্ভোগ বাড়ছে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩২ সেঃ মিটার কমে বিপদ সীমার ৩০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
উপজেলায় পানি বন্দি ও ৩টি আশ্রয়ন কেন্দ্রে আশ্রিত মানুষগুলোরসহ বন্যা কবলিতদের পানিবন্ধি মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গো-খাদ্যের চরম সংকট। বন্যা দুর্গত এলাকায় পানিবন্ধি মানুষ মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামান।
আজ রবিবার ইসলামপুর বেলগাছা ইউনিয়নের মিয়া পাড়া বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসামগ্রী প্যাকেট তুলে দেন। এ সময় জামালপুর জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা নায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,চেয়ারম্যান আঃ মালেক,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ মিয়া সহ ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.