ইসলামপুরে পাঁচ দিন ব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীদের সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিন ব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে পরিষদ হল রুমে সফট স্কীল প্রশিক্ষণ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার তিন ধাপে ৯০ জন কাঁসা, কুমার, কামার শিল্পের পেশার টেকসই উন্নয়নের জন্যই পাঁচদিন ব্যাপী এ সফট স্কীল প্রশিক্ষণ প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রাজু আহমেদ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর মেয়র আব্দুল কাদের সেখ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,সাবেক প্যানেল মেয়র অংকন কর্মকার সহ অন্যান্যরা।
এছাড়াও উপজেলা , সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.