ইসলামপুরে দুই করোনা রোগীর বাড়িতে লাল নিশান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনা পজেটিভ হওয়ায় দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছেন প্রশাসন। গতকাল শনিবার রাতে এ পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় সুত্র জানায়, এ উপজেলা এ বৎসর পর্যায়ক্রমে নমুনা পাঠালে ২৮জনের পজেটিভ ও অনেকের রিপোর্ট আসে নেগেটিভ। শনিবার কয়েকজনের নমুনা পাঠালে তার মধ্যে দুই নারীর করোনা পজেটিভ আসে।
এ খবর ছড়িয়ে পড়লে সর্বত্রই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে রাতে পৌর শহরের দক্ষিন দরিয়াবাদ গ্রামে দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছে প্রশাসন। তারা ওই এলাকার আনিছ মিয়ার স্ত্রী নূরেজা বেগম(৩৫) ও আঃ সালাম মিস্ত্রির কন্যা শাবানা বেগম(২০) বলে জানা গেছে।
আক্রান্ত নারীদের সাথে কথা বলে জানা গেছে,তাদের পূর্ব থেকেই শ্বাসকষ্ট ছিল তাঁর। এখন তাদের শারীরে কিছুটা তাপমাত্র রয়েছে। তবে বেশ কয়েকদিন ধরে শরীরটায় কিছুটা তাপমাত্রা ছিল। উভয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসলামপুরে করোনা রোগীর সংখ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত বৎসর ২২০জন করোনা রোগীর চিকিৎসা দিয়েছি। এ বংসর এখন পর্যন্ত উপজেলায় ২৮জন রোগী করোনায় আক্রান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম বিটিসি নিউজকে জানান- করোনা পজেটিভ হওয়ায় দুই নারীর বাড়িতে লাল নিশান টানিয়ে দিয়েছি। ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশেক্রমে আমরা উঃ দরিয়াবাদ মেমরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে ২০ছিটের আইসোলেন প্রস্তুত রয়েছে। করোনা মোকাবেলা ও লকডাউন বাস্তুবায়নে প্রতি নিয়তই কাজ করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.