বাগেরহাটে হরিণের চামড়াসহ ৪ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় দুটি হরিণের চামড়াসহ চার চোরা শিকারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার (০৩ জুলাই) ভোরে শরণখোলা উপজেলার  শরণখোলা-সোনাতলা বেড়িবাঁধ কাঁচা রাস্তার উপর থেকে এদেরকে আটক করে র‍্যাব-৬ এস সদস্যরা।
আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মোঃ জাকির মল্লিক(৪৫) ও তার ছেলে মো. ওমর সানী মল্লিক (১৯), দক্ষিনরাজাপুর গ্রামের মো. নূরুল হক ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩০) এবং একই গ্রামের মো. আমির পহলানের ছেলে মো. হাজিফুর পহলান (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের পূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলা দায়ের পূর্বক আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.