ইসলামপুরে অসহায় নদী ভাঙ্গা চাষীদের মাঝে পাট বীজ বিতরণ


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দূর্গম চরাঞ্চলের অসহায় নদী ভাঙ্গন চাষীদের মাঝে উন্নত জাতের পাটের বীজ বিতরণ করা হয়েছে।
পাট উন্নয়ন অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে দূর্গম চরাঞ্চল টগার চর, গিদাগাড়ী, হাড়গিলা ও মাইজবাড়ী গ্রামের ৭৫জন কৃষকের মাঝে ১কেজি করে পাট বীজ ও ১৫কেজি সার বিতরণ করা হয়।
গতকাল সোমবার বিকালে একতা বাজার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল অসহায় কৃষকের মাঝে পাটবীজ ও সার তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আজাদুল হক,নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে পলবান্ধা ইউনিয়নের ২শত জন কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.