মেলান্দহে লকডাউন বিরোধী জমায়েত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে লকডাউনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (০৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে।
জানা গেছে, সরকার ঘোষিত লকডাউন চলাকালে দোকান খোলা রাখায় ওইদিন বিকেলে মোবাইল কোর্টের আওতায় ৩/৪টি দোকান্দারকে জরিমানা করে। এতে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শাপলা মার্কেটে জমায়েত হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে লকডাউন বিরোধী শ্লোগান দেয়। ওসি তদন্ত আব্দুল মজিদ এবং আ’লীগ সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন। তাতেও ব্যবসায়ীদের থামানো যাচ্ছিল না।
ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ব্যবসায়ীদের সমস্যাটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। এরপর বণিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীম বিক্ষুব্ধদের শান্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.