ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশির ধ্বংস

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরেব্র হ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে একটি অবৈধ ড্রেজার মেশিন ও ৪০০ মিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।
জানা গেছে, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুন পাড়া এলাকার ব্রহ্মপুত্র নদী থেকেশ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বিপ্লব নামের কথিত ব্যাক্তি বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে আকস্মিক অভিযান চালান। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মেশিন পুড়িয়ে দেন। এ সময় ৪০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘বালু উত্তোল নকারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এই অভিযানঅব্যহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.