ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার’র অনুমতি দিল সৌদি আরব

(ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার’র অনুমতি দিল সৌদি আরব)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে আরব দেশের সম্পর্ক স্বাভাবিকের পথে হাঁটছে ইসরায়েল। এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
বার্তা সংস্থা রয়টার্স জানায়,  ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর ইসরায়েলি বিমান চলাচলে আকাশপথ ব্যবহারের বিষয়ে রাজি হয়েছে দেশটি। সোমবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এ বিষয়টি মিটমাট করতে সক্ষম হয়েছি।

জেয়ার্ড কুশনার এবং তার একটি টিম সৌদি সফরের পর কাতারে যাবেন। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের সংকট সমাধানে ওই দুই দেশের সঙ্গে আলোচনা করবেন তারা। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.