ইরান-ইয়েমেনের সশস্ত্র হামলার আশঙ্কায় ইসরাইল জুড়ে আতঙ্ক

(ইরান-ইয়েমেনের সশস্ত্র হামলার আশঙ্কায় ইসরাইল জুড়ে আতঙ্ক)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হাউথিদের বিদ্রোহী গোষ্ঠীর হামলার আশঙ্কায় সীমান্তে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বসিয়েছে ইসরাইল।
হামলার শঙ্কা নিয়ে দেশটির ইলাত শহরজুড়ে আয়রন ডোমের পাশাপাশি বিমান প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ-এর হত্যার বদলা নিতে ইসরাইলে যে কোনো ধরনের নাশকতা চালাতে পারে গোষ্ঠীটি।
তবে তেহরানের অভিযোগ, হামলার সঙ্গে তেল আবিব জড়িত রয়েছে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলবারম্যান সৌদির এক গণমাধ্যমকে গত মাসে জানান, ‘গোয়েন্দা বিভাগের তথ্যমতে ইরান ইরাক-ইয়েমেন উন্নত প্রযুক্তি ড্রোন এবং আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করছে। তাদের লক্ষ্য ইসরাইলে আঘাত হানা।’

সম্প্রতি ইরানের বৃহৎ পরিসরে সামরিক ড্রোন প্রদর্শন করেছে। এ যাবৎকালে দেশটিতে সবচেয়ে বড় ড্রোন প্রদর্শনির আয়োজন ছিল। ইরান সম্প্রতি নানা কারণে ইসরাইলকে হুমকি দিয়ে আসছে।

এমন ঘটনার প্রেক্ষিতে ইসরাইলে হামলা আশঙ্কা করছে তেলআবিব। ফলে সীমান্ত এলাকায় ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.