ইরাক ছাড়ছে জার্মানি সেনারা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যার জেরে এবার ইরাক থেকে কিছু সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) এমন তথ্য দিয়েছে।

ইরাকে আইএসবিরোধী জোটের অংশ হিসেবে মোতায়েন করা সেনাদের মধ্য থেকে তাদের জর্ডান ও কুয়েতে সরিয়ে নেয়া হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই এ প্রত্যাহার শুরু হতে যাচ্ছে। আইএসবিরোধী জোটের অংশ হিসেবে ৪১৫ সেনা মোতায়েন করেছিল জার্মানি। তাদের মধ্যে ১২০ সেনা ইরাকে রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.