ইমরানের মিছিলের কারণে বাবর আজমদের ম্যাচের ভেন্যু পরিবর্তন

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ জুন থেকে। শেষ হবে ১২ জুন। প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে রাওয়ালপিন্ডি থেকে ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে মুলতানে।
পাকিস্তানের সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ ইসলামাবাদে ওইদিন বিক্ষোভ সমাবেশ করার কথা। রাওয়ালপিন্ডি শহরটি ইসলামাবাদের খুব কাছাকাছি। খেলার সময় যেন কোনো সমস্যা না হয়, এ কারণেই রাওয়ালপিন্ডি থেকে ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষমতাচ্যূত হওয়ার পরে বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছেন ইমরান। ফলে খেলা আয়োজন করতে সমস্যা হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৬ জুন ইসলামাবাদ পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সে দিনই চার্টার্ড বিমানে মুলতান যাবে তারা।
এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হত মূলতঃ করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহৌরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু এই সিরিজের জন্য বিকল্প কেন্দ্র হিসাবে মুলতানকেই ঠিক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই সেখানেই হবে তিন ম্যাচের সিরিজ। উল্লেখ্য, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এক দিনের সিরিজ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.