ইউপি নির্বাচনঃ প্রতিপক্ষের হাতে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট জখম

খুলনা ব্যুরো: প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট শেখ মাহমুদুল হাসান (৪৫) রক্তাক্ত জখম হয়েছেন।
আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনীমহল বাজার মোড় এলাকায় এঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম শেখ মাহমুদুল হাসান জেলার দিঘলিয়ার চন্দনীমহল মল্লিকপাড়ার মৃত জমির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুর ১২টার দিকে সেনহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া গাজীর আনারস প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মাহমুদুল হাসান (৪৫) কে রাজিব বাওয়ালী (৩০)সহ ৩/৪ জন ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে পরবর্তীতে শেখ মাহমুদুল হাসান (৪৫)কে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে দুপুর দেড়টার দিকে ভর্তি করেন; বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ চৌধুরী বিটিসি নিউজকে বলেন, এঘটনায় অভিযান চলছে। এলাকায় এখন সম্পূর্ণ শান্তিপুর্ণ অবস্থা বিরাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.