ইউক্রেন সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি এসইউ-২৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে- বিধ্বস্ত যুদ্ধবিমানটির পাইলট মারা গেছেন।
বৃহস্পতিবার বেলগোরোদের ভালুকি শহরের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে। জরুরি পরিষেবা বিভাগের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছেন। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকভ বলেছেন, জরুরি পরিষেবা বিভাগ এবং তদন্তকারীরা ভালুকি শহরের কাছের দুর্ঘটনাস্থলেই রয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছেন তারা।
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের সঙ্গে ইউক্রেনের খারকিভ অঞ্চলের সীমান্ত রয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই এ অঞ্চলে প্রায়ই গোলাবর্ষণের ঘটনা ঘটছে। (সূত্র: সিএনএন)#

Comments are closed, but trackbacks and pingbacks are open.