ইউক্রেনে আগ্রাসন বিশ্ব বিবেকের ‘অপমান’: গুতেরেস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের জন্য ‘অপমান’ কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস প্রায় এক বছর পর সাধারণ পরিষদের বৈঠকে বুধবার বক্তব্য রাখেন।
গুতেরেস বলেন, ‘এই হামলা আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
বৈঠকে ইউক্রেন এবং তার মিত্রদের সমর্থনে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্ত সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব নিয়ে বিতর্ক হয়।
ইউক্রেন আশা করছে, তাদের দাবিকে সমর্থন করে সদস্য দেশগুলো সংহতি দেখাবে। আর ক্রেমলিন অভিযোগ করছে, যে কোনো মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায় পশ্চিম।
জাতিসংঘে ক্রেমলিনের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গোটা বিশ্বকে যুদ্ধে ঠেলে দিতে প্রস্তুত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় ইউরোপীয় আক্রমণ শুরু করেছেন পুতিন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ২ লাখ পাঠিয়েছিলেন।
জাতিসংঘ বলছে, ধ্বংসাত্মক যুদ্ধে অন্তত ৭ হাজার ১৯৯ জন বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন হাজার হাজার। সংখ্যাটি অনেক বেশি হতে পারে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.