ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে প্রস্তাবনা দিয়েছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ সমাপ্তে রাশিয়ার কাছে শান্তি প্রবর্তনা (পিস ইনিশিয়েটিভ) দিয়েছে ইরান। একজন ইউরোপীয় নেতা এই উদ্যোগের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।
বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পাশে দাঁড়িয়ে  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুল্লাহিয়ান এই প্রস্তাব হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেন, প্রস্তাবনায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে মতামত রয়েছে। লাভরভের সঙ্গে এটা শেয়ার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইউরোপীয় কোন নেতা এই প্রস্তাবের উদ্যোক্তা সে সম্পর্কে কিছু জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রস্তাবনায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং যুদ্ধবন্দী প্রত্যর্পণের ইস্যু রয়েছে। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.