ইউক্রেনে সেনা স্থানান্তর করলো কানাডা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কানাডা ইউক্রেনে মোতায়েন করা তার সেনা ইউনিটনমূহকে গতকাল রবিবার (৩০ জানুয়ারি) পশ্চিমে সরিয়ে নিয়েছে। একইসঙ্গে দেশটি তার কিয়েভ দূতাবাস থেকে অদরকারি কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার চলমান হুমকির কথা তুলে ধরে কানাডা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কিয়েভে এক সংবাদ সম্মেলনে কানডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নিরাপত্তার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপসমূহ অব্যাহত রাখবো। তিনি বলেন, কানাডীয় বাহিনীকে ডিনিপার নদীর পশ্চিমে সরিয়ে নেয়া হয়েছে।
আনন্দ কিয়েভে রবিবার সকালে গিয়ে পৌঁছান এবং সেনা ইউনিট সম্পর্কে সর্বশেষ খোঁজ-খবর নেন। তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে  মস্কো সৈন্য সরিয়ে না নিলে তাদেরকে তীব্র অবরোধ ও ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরো জানান, ইউক্রেনে ন্যাটো মিশনকে সহায়তা করতে বর্তমানে তাদের নয়’শ সৈন্য মোতায়েন রয়েছে।
এদিকে অটোয়া গতকাল রবিবার (৩০ জানুয়ারি) এক ঘোষণায় তাদের কিয়েভ দূতাবাসে থাকা অদরকারি স্টাফ সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে।
রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে। আমেরিকা ও পশ্চিমাদের অভিযোগ রাশিয়া ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.