ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকায় ট্রুডো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুদ্ধকবলিত ইউক্রেনের ইরপিন শহর পরিদর্শন করেছেন। এক অঘোষিত সফরে গতকাল রবিবার (০৮ মে) ওই শহরে যান ট্রুডো।
ইউক্রেন আগ্রাসনের শুরুর দিকে শহরটিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল রাশিয়া। কিছুদিন রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেও ছিল শহরটি।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় মেয়র ওলেকসান্দ্র মার্কুসিন টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘রাশিয়ার দখলদার বাহিনী আমাদের শহরে যে তাণ্ডব চালিয়েছে, তা নিজ চোখে দেখতে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।’
১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠার সময় সামরিক জোটটির ১২ সদস্যের একটি কানাডা। চলমান রুশ আগ্রাসন মোকাবিলা এর শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ১১৮ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.