ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলায় বেড়েছে বৃষ্টি ও বাতাস

বাগেরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বইছে হালকা বাতাসও। এ অবস্থায় মোংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আজ সোমবার (০৯ মে) সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে।
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা থেকে ১০২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এদিকে ঘূর্নিঝড়ের প্রভাব পড়তে শুরু করায় প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সেই সাথে বনবিভাগও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। 
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বিটিসি নিউজকে বলেন, ঘূর্ণিঝড় অশনির সম্ভাব্য প্রস্তুতিস্বরূপ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীদের সাথে সমন্বয় করা হচ্ছে। বন্দর চ্যানেলে দেশি-বিদেশি ৭টি বাণিজ্যিক জাহাজের অবস্থান ও চলাচলে সর্তকতা আরোপ করা হয়েছে।
পরিস্থিতি খারাপ হলে বন্দরের নিজস্ব নৌযান ও বিদেশি জাহাজের নিরাপদ অবস্থান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া বন্দর জেটিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো নিরাপদে অবস্থানের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বিটিসি নিউজকে বলেন, সকল ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির সমন্বয় করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.