ইউক্রেনের ওডেসাকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিল ইউনেস্কো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে ‘কৃষ্ণ সাগরের মুক্তা’ হিসেবে পরিচিত ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিল ইউনেস্কো।
বুধবার (২৫ জানুয়ারি) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটি এই স্বীকৃতি দেয়।
কমিটির ২১টি সদস্য রাষ্ট্র এই মনোনয়নকে অনুমোদন দিয়েছে। ছয়টি রাষ্ট্র এর পক্ষে, একটি বিপক্ষে ও ১৪টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রাশিয়ার বোমা হামলা থেকে ওডেসাকে রক্ষা করতে গত অক্টোবরে বিশ্ব ঐতিহ্যের তালিকায় শহরটিকে অন্তর্ভূক্ত করার অনুরোধ করেছিলেন জেলেনস্কি।
ওডেসা ছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভের সেন্ট-সোফিয়া ক্যাথেড্রাল ও পশ্চিমের শহর লভিভের ঐতিহাসিক কেন্দ্রসহ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় আরও ছয়টি ইউক্রেনীয় স্থানের নাম বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।
এদিকে যুদ্ধের শুরু থেকে ক্ষতির মুখে থাকা ওডেসা মিউজিয়াম অব ফাইন আর্টস ও ওডেসা মিউজিয়াম অব মডার্ন আর্টের মেরামত কাজে এরইমধ্যে সহায়তা করতে শুরু করেছে ইউনেস্কো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.