ইউএস ওপেন টেনিসের নতুন রানী বিয়াঙ্কা আন্দ্রেস্কুর

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের নারী এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর থেকেই স্বপ্নীল সময় কাটছে কানাডিয়ান টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কুর

গত রবিবার ইউএস ওপেন শিরোপা নিয়ে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের ছাদে ছবি তোলেন ১৯ বছর বয়সী ইউএস ওপেন টেনিসের নতুন এই রানী বিয়াঙ্কা আন্দ্রেস্কুর।

গত শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটিতে কিছুটা নড়বড়ে ছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা উইলিয়ামস। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বিয়াঙ্কা আন্দ্রেস্কুর। প্রথম সেট দাপটের সঙ্গে জিতে নেন ৬-৩ গেমে।
পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.