ইউএনও’র মুক্তিযুদ্ধভিত্তিক লেখা গ্রন্থ ‘বিজয়ের ময়দানে রানীশংকৈল’ এর মোড়ক উন্মোচন

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সমবার ৩০ মে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘বিজয়ের ময়দানে রানীশংকৈল’ ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন এর লেখা বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলার আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সইদুল হক,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমূখ।
এছাড়াও প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী, উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরাসহ বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত বসাক৷।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.