আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে নেতাকর্মীদের শ্রদ্ধা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দলটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
আজ বুধবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, নেতা মোদের শেখ মুজিবসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা  শ্রদ্ধা নিবেদন করেন।
করোনা মহামারির ভয় উপেক্ষা করেই বিভিন্ন বয়সের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ বছর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম এ বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.