আ. লীগের অধীনস্থ কোনো সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না : মির্জা আব্বাস

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন কোন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনে আ’লীগের শরীরে জ্বর বইছে। তাই তারা আবল তাবল কথা বলছে।
আজ শুক্রবার (২৬ মে) বিকেলে মানিকগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মির্জা আব্বাস দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগের কোন হুমকি ধামকি আর সহ্য করা যাবে না। তাদের প্রত্যেকটি কথার ও কাজের জবাব দিতে হবে।
তিনি বলেন, তাদের এখন র্যব আছে পুলিশ আছে। সেই বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করছে। আর কয়দিন পর কিছুই থাকবে না। তখন পালানোর পথ খুঁজে পাবে না। তিনি বলেন, আমরা যখন জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। তখন প্রতিহতের নামে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করছেন। সারাদেশে ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আবার বিভিন্ন সংস্থার মাধ্যমে শাস্তি দেওয়ার পাঁয়তারা করছেন।
জনসভায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ, জেলা সেক্রেটারি এস এ কবির জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, যুবদলের আহ্বায়ক মোস্তাক আহমেদ দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল হাসান প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.