আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর থানা এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পরিদর্শন কালে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে বিষয়ে পুলিশ সুপার অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন।
পুলিশ সুপার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। সেই সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.