আরএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ী আটক, মাদক-টাকা উদ্ধার

আরএমপি প্রতিবেদক: গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) ২০২১ রাত্রী ০৮.৩০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার আহম্মদনগর এলাকা হতে ০৮ জনকে ০৬ (ছয়) প্যাকেট তাস ও নগদ ১২,৯৫০/-(বার হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ আটক করে এবং গোয়েন্দা পুলিশের আরেকটি টিম রাত্রী ০৯.৫৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার সিটি বাইপাস ঘোড়াচত্তর এলাকা হতে মাদক ক্রয়-বিক্রয় ও তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৫ (পাঁচ) প্যাকেট তাস, নগদ ৪,১২০ (চার হাজার একশত বিশ) টাকা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইনসহ ০৭ জনকে আটক করে।
আহম্মদনগর হতে গ্রেফতারকৃতরা হলো:
১। মোঃ আমিরুল ইসলাম (৪৫), পিতা-মোঃ মোনতাজ আলী, গ্রাম-আহাম্মদ নগর,
২। মোঃ জামাল (৪৫), পিতা-মোঃ মনির, গ্রাম-বিসিক ফ্যাক্টরীর মোড়,
৩। শ্রী কাঞ্চন (৪০), পিতা-মৃত নারায়ন চন্দ্র, গ্রাম-মিলপাড়া,
৪। মোঃ ওয়াহেদ আলী (৫০), পিতা-মৃত আঃ রশিদ, গ্রাম-জিন্নানগর,
৫। মোঃ রনু বিশ্বাস ওরফে ফটিক (৪৫), পিতা-মৃত রমজান বিশ্বাস, গ্রাম-মথুরডাঙ্গা,
৬। মোঃ শামিম হোসেন (৪৩), পিতা-মৃত মমতাজ আলী, গ্রাম-সুজানগর, সকলের থানা-বোয়ালিয়া মডেল,
৭। মোঃ মামুন (৪৬), পিতা-মৃত আঃ মোতালেব, গ্রাম-বিহারী কলোনী ০৫ নং গলি,
৮। মোঃ মেসবাউল হক (৪৫), পিতা-মৃত ওমর আলী, গ্রাম-বিহারী কলোনী ০১ নং গলি, উভয় থানা-চন্দ্রিমা এবং সিটি
বাইপাস হতে গ্রেফতারকৃতরা হলো: 
১। নব মুসলিম মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা-মৃত জতিন্দ্রনাথ, গ্রাম-নীতপুর (বাঙ্গালপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ, বর্তমান গ্রাম-ছায়ানীড় আবাসিক নওদাপাড়া, থানা-শাহমখদুম,
২। মোঃ জাহিদুর রহমান (৪৮), পিতা-মৃত মতিউর রহমান, গ্রাম-আমবাগান (ফিসারী অফিসের সামনে), থানা-বোয়ালিয়া,
৩। মোঃ আলী হোসেন (৩২), পিতা-মৃত ফিউল আলম, গ্রাম-বহরমপুর,
৪। মোঃ রফিক (৩৫), পিতা-মৃত আঃ করিম, গ্রাম-আলীর মোড়,
৫। মোঃ রবিউল ইসলাম (৪৮), পিতা-মৃত মজিবর রহমান, গ্রাম-বাসা নং-৪০০ নতুন বিলসিমলা,
৬। মোঃ নাজমুল হোসেন (৫১), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-নতুন বিল সিমলা,
৭। মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা-মোঃ আবুল কালাম, গ্রাম-বহরমপুর বয়ানের মাঠ, সকলের থানা-রাজপাড়া, সকলেই মহানগর, রাজশাহী।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.