আরএমপি’র অভিযানে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

আরএমপি প্রতিবেদক: সাইফুল খান শামীম জুম্মন খান (৪০) পিতা-মোঃ আজিজুল খাঁন আজগর খান, মাতা- আমেনা বেগম ওরফে ফিরোজা, সাং- বজরুসার, পোষ্ট- খাসের হাট, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর বর্তমানে- মুগদাপাড়া, ০১নং গলির জনৈক আসমার বাড়ীর ভাড়াটিয়া, থানা-মুগদা, মহানগর ঢাকা নিজেকে আমেরিকা প্রবাসী কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে পবা থানা নিবাসী এক ভদ্রমহিলার সাথে ইমো একাউন্টের মেসেজিং এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
পরবর্তীতে তিনি ভিক্টিমকে ইসলামী শরিয়াহ মোতাবেক গত জুন মাসে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক থাকাকালীন ও বিবাহ পরবর্তী সময়ে আসামী সাইফুল খান শামীম জুম্মন খান (৪০) ভিক্টিমের কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা উল্লেখ পূর্বক এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রচারনা করে সর্বমোট  ১১,৩৯,৫০০/- হাতিয়ে নেয় মর্মে ভিক্টিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পবা থানা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলাটি রুজুর পরপরই মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে পবা থানার একটি চৌকস অভিযানিক দল এসআই (নিঃ) শরিফুল ইসলাম এর নেতৃত্বে আসামীকে গ্রেফতারে অভিযান শুরু করে।
এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, আসামী ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকায় অবস্থান করছে। এসআই(নিঃ) শরিফুল ইসলামের নেতৃত্বে পবা থানার একটি চৌকস পুলিশ টিম মতিঝিল থানা পুলিশের সহায়তায় ২৭/১২/২০২০ খ্রিঃ রাতে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা হতে আসামী ১। সাইফুল খান শামীম@ জুম্মন খান (৪০) পিতা-মোঃ আজিজুল খাঁন আজগর খান, মাতা- আমেনা বেগম ওরফে ফিরোজা, সাং- বজরুসার, পোষ্ট- খাসের হাট, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর বর্তমানে- মুগদাপাড়া, ০১নং গলির জনৈক আসমার বাড়ীর ভাড়াটিয়া, থানা-মুগদা, মহানগর ঢাকাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.