আমজাদ হোসেনকে আজ উন্নত চিকিৎসার জন্য থ্যাইল্যান্ড নেওয়া হচ্ছে

ঢাকা প্রতিনিধি: মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারাত্মকভাবে অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আজ (রবিবার) থাইল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে। একুশে পদক বিজয়ী এই নির্মাতার উন্নত চিকিৎসার সকল ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী, এ তথ্য নিশ্চিত করেছেন তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এ প্রসঙ্গে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান জানান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম বিদেশে আমজাদ হোসেনের সব চিকিৎসা ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত তাদের জানিয়েছেন।

বিটিসি নিউজকে আরমান বলেন, তাদের পরিবার উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর রাজধানীতে তার বাসস্থানে স্টোক করেন। বর্তমানে তিনি তেজগাঁও ইম্পালস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.