আবারও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ আগস্ট পর্যন্ত ছুটি

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনের বিধিনিষেধ অনেক ক্ষেত্রে শিথিল করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আগামী (৬ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের মহামারির কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী (৬ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’।

এদিকে ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারির কারণে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.