আইপিএল-এর মতো লাভজনক টুর্নামেন্টের বদলে এশিয়া কাপ বরদাস্ত করবে না বিসিসিআই

কলকাতা প্রতিনিধি: শ্রীলঙ্কায় এশিয়া কাপ T20 আয়োজিত হওয়ার বিষয়ে যে কথা শোনা যাচ্ছে, তার তীব্র আপত্তি জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে কোনও চূড়ান্ত কথা হয়নি বলে স্পষ্ট করেছে বিসিসিআই।

টেলিকনফারেন্সের মাধ্যমে গত সপ্তাহে এশিয়া কাপের ভবিষ্যত্‍ নিয়ে বৈঠক করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা।

কন্টিনেন্টাল এই কনফারেন্সে বিসিসিআই’র পক্ষ থেকে সভাপতিত্ব করেন স্বয়ং প্রসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ। তবে সেই বৈঠকে এই টুর্নামেন্টের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমন খবরই পাওয়া গেল বিসিসিআই সূত্রে।

এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিসিসিআই। সবার আগে ক্রিকেটারদের স্বার্থ ও নিরাপত্তাকেই গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.