আবারও প্রবাসীদের হয়রানি করলেন এয়ারপোর্টের ইউএস-বাংলা কাউন্টার

ঝিনাইদহ প্রতিনিধি: প্রবাসীদের আবারও হয়রানি করলেন বাংলাদেশ এয়ারপোর্টের ইউএস-বাংলা কাউন্টার। কাতার থেকে আগত প্রবাসীকে হেনস্থা করলেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইউএস বাংলা কাউন্টার।
১০ কিলো সামান বেশী হওয়াতে প্রবাসীদের কাছ থেকে জরিপানা আদায় করলেন ইউএস-বাংলা কাউন্টার ।
কাতার থেকে আগত প্রবাসী মালামাল নিয়ে ফেরার সময় কাতার এয়ারপোর্ট তাকে কিছু বলে নাই, তবে বাংলাদেশে এসেই যত বিড়ম্বনা। বাংলাদেশ- ঢাকা থেকে যশোর আসার সময় ১০ কিলো সমান বেশী হওয়াতে মালামাল নিয়ে আসতে দেবে না মর্মে কথা কাটাকাটি হয়। সে সুবাদে জরিপানা করলেন ১০০০ টাকা।
প্রবাসীরা যদি এইভাবে হয়রানি হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ কাউন্টার এয়ারপোর্ট এর লোকজন কেন এত খারাপ ? আগে জানতাম না।
এখন নিজেই এসে দেখলাম এবং জানলাম। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি প্রকাশ করছি, প্রবাসিদের এভাবে হয়রানি হাত থেকে আপনি রক্ষা করুন। প্রবাসীরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আয় করে দেশে রেমিটেন্স পাঠাই।
প্রবাশীরা দেশের জন্য অনেক কিছু করছে। আমাদের দাবি আর কোনা প্রবাসিকে যেন বাংলাদেশ এয়ােরপোর্টে এসে হয়রানি না হতে হয়। এসব কথাগুলো ব্যাক্ত করেন কাতার ফেরত প্রবাসী ঝিনাইদহের মোঃ আশরাফুল আলম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.