নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত করা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ‘আগামী পরিবর্তন করতে আজই পদক্ষেপ নিন’-এ শ্লোগানে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে (১৪ নভেম্বর) বৃহস্পতিবার নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, ডায়াবেটিস সচেতনতা মেলা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক তন্ময় দাস, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ ও নোয়াখালী ডায়াবেটিক সমিতির ট্রেজারার অ্যাডভোকেট আবদুল কাদির।
এ উপলক্ষ্যে নোয়াখালী ডায়াবেটিক সমিতি ক্যাম্পাসে দিনব্যাপী ডায়াবেটিক সচেতনতা মেলা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.