কসবায় টিসিবি’র ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রয়

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি: উপজেলা পরিষদ চত্ত্বরে আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মনোনিত ডিলার মেসার্স আবু কাউছার এন্টারপ্রাইজের উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে ৩ মেট্রিকটন পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি শুরু হয়েছে।
পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। এ সময় সহকারী কমিশনা (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, টিসিবি’র ডিলার মো. আবু কাউছার, কসবা উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, শতশত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। বিশৃংখলা এড়াতে গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্রি কার্যক্রম। উপস্থিত ক্রেতারা বলেন, বাজারে পেঁয়াজের কেজি ১৯০ টাকা থেকে ২৪০ টাকা। সেখানে টিসিবি ৪৫টাকায় পেঁয়াজ বিক্রি করছে।
টিসিবি’র পরিবেশক মো. কাউছার বিটিসি নিউজকে বলেন, কসবা উপজেলার জন্য তিনিই একমাত্র পরিবেশক। প্রথম বারের মত ৩ মেট্রিকটন পেঁয়াজ ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এনে ৪৫ টাকা কেজি দরে নায্যমুল্যে বিক্রি করছেন। তিনি আরো বলেন, নতুন ভাবে পেঁয়াজ বরাদ্ধ পেলে আবার বিক্রি করবেন।
পেঁয়াজ কিনে যাওয়ার সময় কসবা পৌর এলাকার তেতৈয়া গ্রামের আবদুল আলীম বিটিসি নিউজকে বলেন, বাজারে পেঁয়াজের দাম অনেক বেশী। সরকারি মুল্যে বিক্রি করা পেঁয়াজ কিনতে সব শ্রেণি-পেশার মানুষই দাঁড়িয়েছেন এবং টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ বিক্রির ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বিটিসি নিউজকে জানান, ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির জন্য টিসিবি’র একজন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। আরো একজন ডিলার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। সু্ষ্ঠুভাবে নায্যমূল্যে বিক্রির জন্যে ৩ মেট্রিকটন পেঁয়াজ বরাদ্ধ দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.