আনসারদের থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার, ১০ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী বড় বাজারে টহলের সময় দুই আনসার সদস্যের কাছ থেকে লুট হওয়ার এক সপ্তাহ পর দুটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ ১০ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার ও বিভিন্ন জেলা থেকে এক নারীসহ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: শরীয়তপুরের জাজিরা থানার কুন্ডেরচর গণি মল্লিকের কান্দি এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান (৪২), একই জেলার দাইমুদ্দিন খলিফারকান্দি এলাকার সিরাজ খলিফার ছেলে দেলোয়ার খলিফা (৩৭), একই এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে মতি খলিফা (৪২), বিকিনগর মোড়লকান্দি এলাকার মৃত নূরুদ্দিন মোড়লের স্ত্রী আলেয়া বেগম (৪৫), মাদারীপুর জেলার উত্তর কাউয়াকুড়ি এলাকার মৃত ফজলু হাওলাদারের ছেলে কালু হাওলাদার (৩৮) ও ফরিদ হাওলাদার (৪৫), একই জেলার শিবচর থানার হাজি জব্বর হাওলাদারকান্দি এলাকার আব্দুর রব খাঁ’র ছেলে ফারুক খাঁ (২১), বাগেরহাট জেলার ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা এলাকার শেখ আবদুল মালেকের ছেলে শেখ আল মামুন (৩২), একই জেলার আফরা এলাকার মৃত শেখ মহিউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাজিবিশারা এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭)।
এর আগে ২৬ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে বাজারে টহলের সময় দুই আনসার সদস্যের কাছ থেকে দুই শর্টগান ও ১০ রাউন্ড গুলি লুট করে ডাকাতরা।
আজ সোমবার (০২ জানুয়ারী) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
পুলিশ সুপার জানান, ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজার বণিক সমিতির অস্থায়ী ক্যাম্পের চার আনসার সদস্য বাজার টহল দিচ্ছিলেন। এ সময় মেঘনা নদীতে নৌপথে আসা ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল নরসিংদী বাজারে প্রবেশ করে। পরে দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০ রাউন্ড গুলিসহ দুটি শর্টগান ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। নরসিংদী, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় শরিয়তপুরের জাজিরা এলাকার একটি বাড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নদী পথে এসে নরসিংদী বড় বাজারের স্বর্ণের দোকানে ডাকাতির উদ্দেশ্য থাকলেও টহলের সময় সামনে পড়ে যাওয়ায় দুই আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করা হয় বলে জানান আনসার ও ভিডিপি নরসিংদী জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ। অস্ত্র লুটের ঘটনায় আনসার ও ভিডিপির অপারেশন টিমও মাঠে কাজ করেছে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.