অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কেজরিওয়াল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ১ জুন পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট।
মদ নীতি কেলেঙ্কারির মামলায় গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন। তাকে ২ জুনের মধ্যে আত্মসপমর্পণ করতে হবে।
বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ১ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। সেদিনটিই চলমান সাত ধাপের লোকসভা নির্বাচনের ভোটের শেষদিন।
এর আগে কেজরিওয়ালকে কেন লোকসভা নির্বাচন শুরুর আগে গ্রেপ্তার করা হলো, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) প্রশ্ন করেন সুপ্রিম কোর্ট।
ইডির করা মামলায় আইনগত নিরাপত্তা চেয়ে কেজরিওয়ালের আবেদন দিল্লি হাইকোর্ট ফিরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ইডির একটি ১২ সদস্যের দল উত্তর দিল্লির সিভিল লাইনস এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.