আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২ কোটি, ৬৯ লক্ষ, ৭৬ হাজার, ৪০ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২৫ মে) দুপুরে ইউপি ভবনে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব কুদরত-এ-ইলাহী। বাজেট উপলক্ষে ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শেখ, প্যানেল চেয়ারম্যান শ্রী সুদেব কুমার ঘোষ, ইউপি সদস্য আলী মর্তুজা, আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম মুকুল, মজিবর রহমান, শ্রী কাজল সরকার, আব্দুল আলিম, মুনি জুলফিকার, আশিকুজ্জামান ও আব্দুল হান্নান প্রমুখ।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয় ২ কোটি, ৬৯ লক্ষ, ৭৬ হাজার, ৪০ টাকা, বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি, ৬৬ লক্ষ, ১৬ হাজার, ৪০টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লক্ষ, ৬০হাজার টাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.