১লা জুন উদ্বোধন হতে চলেছে বহুপ্রতিক্ষিত শিয়ালদহ মেট্রোর

কলকাতা (ভারত) প্রতিনিধি: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১লা জুন থেকে চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো। এমনটাই জানা যাচ্ছে মেট্রো রেল সূত্রে।
কারণ ওই সময়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্যে থাকার কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করার কথা।
অনেকদিন ধরেই শিয়ালদহ মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে পরে রয়েছে। সব রকমের নিরাপত্তার ব্যবস্থাও চূড়ান্ত। শুধু উদ্বোধনের দিনক্ষণের অভাবে চালু করা যায়নি।
বর্তমানে এই ব্যবস্থা চালু হলে এক লাফে যাত্রী সংখ্যাও অনেক বেড়ে যাবে। এই মেট্রো যোগসাধন করবে সল্টলেক সেক্টর ফাইভ উল্টোডাঙ্গা থেকে শিয়ালদহ কানেক্টর পর্যন্ত।
আবার ধর্মতলা থেকেও যাত্রীরা এর পরিষেবা পাবেন।ফলে গড়িয়ার যাত্রীরাও ভায়া ধর্মতলা এই সুবিধা পাবেন বলে জানান মেট্রোর চিফ ট্রাফিক ইঞ্জিনিয়ার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.