আদমদীঘির ছাতিয়ানগ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে ছাতিয়ানগ্রাম ইউপি ভবন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।
তিনি বলেন, আদমদীঘি থানাকে মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত করতে হবে। সকলের সহযোগিতায় এলাকা অপরাধ মুক্ত করা সম্ভব। এজন্য পুলিশের পাশাপাশি সাধারণ জনগনের সহযোগিতা প্রয়োজন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সুদেব কুমার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার উপ পরিদর্শক তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুষার প্রমুখ।
সমাবেশে বিট পুলিশিং সদস্যসহ এলাকার বিপুল পরিমান সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.