আদমদীঘিতে ইউপি সদস্যকে এসিড নিক্ষেপ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে হারুনুর রশিদ নামের এক ইউপি সদস্যের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে দৃবুত্তরা।

তাকে অসুস্থ অবস্থায় হামপাতালে ভর্তি করা হয়েছে। হারুনুর রশিদ শিবপুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হারুনুর রশিদ আদমদীঘি সদর ইউ.পির ৫নং ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

জানাযায়, আদমদীঘির সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য শিবপুর গ্রামের হারুনর রশিদ গতকাল বুধবার রাতের খাবার পর ঘুমিয়ে পড়েন। ভোর ৪টায় দুবৃত্তরা তার শয়ন ঘরের খোলা জানালা দিয়ে হারুনুর রশিদকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে তার মুখ গলা, পিটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন হাসপাতালে তাকে দেখতে যান এবং আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.