আদমদীঘিতে মাদক পাচারকারী চক্রের তিনজন গ্রেফতার ৫শ‘ পিস ইয়াবা উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: টেকনাফ থেকে বহন করে এলাকায় ছড়িয়ে দেয়া মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির ডুমুরী গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল (৪২), শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (২৬) ও মুরাদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে আতিকুর রহমান রাজা (২৬) গতকাল শুক্রবার রাতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে এক চক্রটির সদস্যদের গ্রেফতার করেন। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, মাদক পাচারকারী একটি চক্র দীর্ঘদিন থেকে টেকনাফ থেকে ইয়াবাসহ নানা মাদকের চালান নিয়ে এসে আদমদীঘিসহ আশে পাশের উপজেলা গুলোতে সরবরাহ করছে। এমন সংবাদের ভিক্তিতে চক্রটিকে ধরতে পুলিশি নানা কৌশল অবলম্বন করা হয়। গত শুক্রবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির রেজাউল ইসলামের শয়ন ঘরের ভিতর থেকে ৫শ‘ পিস ইয়াবাসহ তাকে ও তার দেয়া তথ্যনুসারে অপর মাদক পাচারকারী চক্রের সদস্য আবুল কালাম আজাদ ও আতিকুর রহমান রাজাকে গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো:হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.