আদমদীঘিতে ভুটভুটির ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় নছিমন (ভুটভুিট) এর ধাক্কায় জুনায়েদ আলী (১১) নামের এক মাদরাসা শিশু ছাত্র নিহত হয়েছে।
বুধবার ১৬ নভেম্বর বেলা ১২ টায় আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘেেট। নিহত জুনায়েদ আলী রানীনগর উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। বাবু মিয়া দীর্ঘদিন যাবত আদমদীঘিতে বাসা ভাড়া নিয়ে মুদিদোকানি ব্যবসা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃধবার বেলা ১২ টায় জুনায়েদ নামের মাদরাসা ওই ছাত্র বগুড়া-নওগাঁ সড়কের সোনালী ব্যংকের সামনে সড়ক পার হচ্ছিল। এসময় একটি নছিমন (ভুটভুটি) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থল জুনায়েদ পড়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন ভুটভুিট ও চালক আটক রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.