মোরেলগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক মেশিন বিতরণ  

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন কৃষকের হাতে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী প্রমূখ উপস্থিত ছিলেন।
ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া ওই তিন কৃষক হলেন, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চর হোগলাবুনিয়া গ্রামের মো. সবুজ হাওলাদার, গুয়াবাড়িয়া গ্রামের ইমরান মাতুব্বর ও হাছানুল বান্না। কম্বাইন্ড হারভেস্টার মেশিন তিনটির মূল্য ৯০ লক্ষ ৬০ হাজার টাকা।
২০২২-২৩ মৌসুমে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় মেশিন তিনটি ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধানকাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সরকারিভাবে ৭০% ভর্তুকি দিয়ে ধান কাটার এ আধুনিক মেশিন বিতরণ করায় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.