আদমদীঘিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “প্রশিক্ষন নিয়ে বিদেশ যাবো রেমিটেন্স-এ-আবদান রাখবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনে আয়োজনে দক্ষতা ও সচেতনতা শীর্ষক আজ সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলা সভাকক্ষে প্রচার প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আরও বক্তব্য রাখেন বগুড়ার কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর চীপ ইন্সট্রক্টির এরশাদ হোসাইন, ইন্সপেক্টর রাশেদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ইউপি চেয়ারম্যানন এড. সামছুল হক, এসএম বেলাল হোসেন, আব্দুল হক আবু, এরশাদুল হক, সামছুল আলম প্রমূখ।

সেমনিারে বিদেশে গমনকারি পুরুষ ও মহিলাদের দালালদের খপ্পরে না পড়ে স্ব-স্ব কাজে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে বৈধ ভাবে বিদেশে যাবার জন্য গনসচেতনা বৃদ্ধির আহবান জানানো হয়।

সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.