খুলনায় কম্পিউটার ব্যবসায়ীদের ধর্মঘট

খুলনা ব্যুরো: খুলনার আইটি মার্কেটের দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে কম্পিউটার ব্যবসায়ীরা। আমদানিকারকদের সেচ্ছাচারিতার প্রতিবাদে  তারা এই ধর্মঘট পালন করছে। ধর্মঘটের কারণে মহানগরীর জলিল মার্কেটের আড়াইশ কম্পিউটার দোকান বন্ধ রয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টা থেকে অর্ধদিবস এ ধর্মঘট শুরু করেন তারা।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার মনিরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,সকাল ১১টায় সভা করে ১২টা থেকে ধর্মঘট শুরু করা হয়েছে। আমদানিকারকরা কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা বিক্রি করতে পারে না। কিন্তু খুলনায় কিছু কিছু আমদানিকারক নিয়ম না মেনে খুচরা যন্ত্রাংশ বিক্রি করছেন। এটা বন্ধের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অর্ধদিবস ধর্মঘট পালন করা হচ্ছে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.