আদমদীঘিতে প্রতিপক্ষের মারপিটে বউ স্বাশুড়িসহ আহত-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গাছের ডাল কেটে বসতবাড়িতে ফেলে আসবাবপত্র ভাংচুরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিকে বউ স্বাশুড়িসহ ৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে নুরজাহান (৬০) ও তার পুত্রবধু পারভিন আক্তার (৩৫) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার (৫ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির উজ্জলতা গ্রামের নুর জাহানের বাড়ির ভিতরের লাগানো পিয়ারা ও কামরাঙ্গা গাছের ডাল প্রাচীর ছাড়িয়ে প্রতিবেশি পাশের সাহাদুলের ঘরের ছাউনিতে যায়।
রোববার সকালে সাহাদুল ওই দুই গাছের ডাল কেটে নুরজাহানের বাড়ির ভিতর ফেলে দেয়। এতে নুরজাহানের বসত বাড়ির ভিতর থাকা আসবাবপত্র ভেঙ্গে ক্ষতিসাধন হলে নুরজাহান ও তার পুত্রবধু প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ সাহাদুল তার ছেলেসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে নুরজাহান তার পুত্রবধু পারভিন. ছেলেসহ অন্যান্যদের মারপিটে করে। এতে বউ স্বাশুড়ি মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.