আদমদীঘিতে নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচানায় ও ইউ.এন.এফ.পি-এর অর্থায়নে নারী নির্যাতন ও বাল্যবিয়ে নিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে কর্মশালায় মুল বক্তা ও প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট রফিকুল ইসলাম।
এই কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা ও আইনপ্রয়োগকারি সংস্থার নেতৃবর্গ অংশ গ্রহন করেন। এ ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, ওসি জালার উদ্দীন, ইউপি চেয়ারম্যানসহ অনেকেই বক্তব্য রাখেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.