আদমদীঘিতে সরকারি ধান চাল সংগ্রহ উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ নভেম্বর) বিকেলে আদমদীঘি এলএসডি খাদ্য গুদামে আমন ধান ও চাল ক্রয়ের মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা, সিএসডি ম্যানেজার দুলাল উদ্দিন খান, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী রায়, কৃষক জিল্লুর রহমান প্রমূখ।
উল্লেখ্য: এবার অত্র উপজেলায় একটি সিএসডি ও ৩টি এলএসডি খাদ্যগুদামে মোট ধান ক্রয় ২৭ টাকা কেজি দরে ৬৬১মেট্রিক টন ও চাল ৪০ টাকা কেজি দরে ৫ হাজার ৯৭০ মেট্রিক টন ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ধান সরাসরি কৃষকদের মাধ্যমে ও চাল মিলারদের মাধ্যমে ক্রয় করা হয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.