আদমদীঘিতে দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রস্ততি সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব যথাযথ ভাবে উদযাপনের লক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিহির সরকারের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার মাহবুবা হক, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ওসি তদন্ত সানোয়ার হোসেন, টিএসআই আব্দুল ওয়াদুদ, সান্তাহার জিআরপি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, মৎস্য উৎপাদনকারি সমিতির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল কুন্ডু, রেবতী মোহন সাহা,অলক মহন্ত, চন্দন কুন্ডু প্রমূখ। সভায় করোনাভাইরাস সংক্রমণের সকল মন্ডবে সামাজিক দুরত্ব বজার রেখে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে উৎসব উদযাপনের আহবান জানানো হয়।

উল্লেখ্য: এবার আদমদীঘি উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন মিলে ৬০টি মন্ডবে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.